উগ্র-নিষ্ঠুর হিংস্রতায়
আবদ্ধ, এ- জীবন
উঁকি দেওয়ার
ব্যর্থ প্রয়াস বাহিরে
অত্যুজ্জ্বল রোশনাই
...... আতঙ্ক ভীষণ
কঠোর কসরত
অস্তিমান অন্ধকারে।
বীর্যবান আজ
চঞ্চল প্রাণ কয়েদ রুদ্ধ
সে নিস্তেজ পরাধীন
পায়নি অবকাশ
নিরাশায় বোঝেনি
সে, নিষ্কৃতির স্বাদলব্ধ
আজ মনোকয়েদ
তার, একান্ত স্ব-আবাস।
সে মুক্তমনা ঊর্ধ্ব
আকাশের বিশালতায়
সদাচার মানুষের
সাথে, করেছে প্রতারণা
দ্রোহীকলঙ্কচিহ্ন
অঙ্গে নিয়ে খোঁজে আশ্রয়
তার মেলে শুধু
দ্বারে দ্বারে অসম্মান ঘৃণা।
উপলব্ধি একাকী বসে
শত অপকর্মে মর্মাহত
সিন্দুক ফেটে তরঙ্গিত
জল্কণিকা ঝরে নেত্রতে
রূক্ষক্লেশিত মর্মক্ষত
বদ্ধ প্রাণ অবগুণ্ঠিত
সে ক্রমান্বয়ে, ঢলে
পড়ে ভয়ংকর মৃত্যুপথে।