ভাবছি এখন নাই বা ফিরি,
আসবে যাবে অযুত সাল
বিদায় চাওয়া ফাগুন শেষের
রঙ মাখানো এক সকাল।
আপন মনে একাই কাঁদি
বৃষ্টি ঝরে শুকনো পাতায়
বান ভেসে যায় শ্রাবণ দিনে
সফেন ওঠে ঢেউয়ের গায় ।।
থাক না এখন আঁখির পাছে,
আর যা আছে লক্ষ দূর
বাইরে ভিতর অন্তরেতে
নিনাদ বাজে পায়ের নূপুর।
বিজন রাতে কার ভরসায়
কান পেতে থুই প্রত্যাশাতে
চলার পথের পায়ের ধ্বনি,
সেই ধ্বনি আজ যন্ত্রণাতে ।।
পেয়েও যখন হারাই আমি,
নাই বা পেলাম মূল্য দর
সাগর জলে হাঁপিয়ে উঠি,
সাঁতরে বেড়াই তার উত্তর।
ঠিক এমনই নিরূত্তরের
পথ চেয়ে রোজ বসেই থাকি
নিত্য কত সময় গেল,
ভাবছি, এবার ফিরাই আঁখি ।।