কত রাত্রি দিন ক্লান্তিহীন দুটি চোখে
কী দেখিবার চাহো, তুমি করুণ শোকে..?
কৌতূহল মননে আজ ক্ষুদ্রাকার
ছিদ্র, বিশাল হতে হতে নিয়েছে আকার
তুমি করে চলেছ আজি তীব্র আর্তনাদ
কে শুনিবে তাহা, তোমার তো নেই ছাদ!
প্রলাপের প্রতিটি শব্দ
যেন আজি মননেই অবরুদ্ধ
কেউ কি শুনেছে, কখনো কান পেতে
উন্মত্ত হয়ে আছে যারা আনন্দেতে মেতে?
তুমি বসে আছো খোলা আকাশের নীচে
তোমার মতোই আরও শত প্রাণ রয়েছে পিছে
একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে
চেয়ে আছে তারাও উৎসুক নয়ন মেলে
সকরুণ আর্তিতে, ক্ষুধার্থ পিপাসায়
কোন দেবতার স্মরণের উপাসনায়?
চির নিদ্রাহীন করে যাচ্ছ তুমি উপবাস
সে কি আদৌও বুঝিতে পারে মনের ভাষ ?
শরীরের ক্লান্ত ছায়ার আলোকিত পথে
পড়ে আছো যখন তুমি, অর্ধমৃত তটে।
আজি কত বিস্ময়ে ঘেরা চোখ তোমার
ভূমিহীন নও তুমি, কে কেড়েছে অধিকার?
যে জননীর কোলে ছিল আঁচলের মায়া
তুমি তো ভুলেছ তাহাও স্নেহময়তার ছায়া
প্রতিদিন পথচলতি শত লোকের পদতলে
বিলাইছো নিজেরে রোজ আত্ম হীনবলে
হীনবল নও তুমি, বেড়ে উঠিবে আত্মগৌরবে
কেতাবি অর্জিত জ্ঞানবিনে একদিন, তুমিও বড়ো হবে।