পথিক এখন  অলস দিনে
          দুঃসময়ে  জীবন কাটায়
আত্ম সুখের  বিক্রি করে
         সুলভ দরের  শুল্ক দানায় ।।

ভয়ভীতি  আজ সংগতিতে
             বিশ্ব আছে  নগ্ন শয়ন
যাত্রা পথের  ঘৃণ্য তিমির
        পূর্ণ যে হাত  নিসাড় চয়ন ।।

পথিক এখন  আলগা পায়ে
              পথ  চলেছে  দুরান্তরে
ব্যাকুল জীবন, জগৎ ছেড়ে
               দগ্ধ  প্রাচীন  নিরন্তরে ।।

উদাস  উদাস  সঙ্গোপনে
          শত্রু- বৃহৎ  জীবন ভোরে
নিন্দা প্রলাপ  নিন্দুকেরা
         দাঁড়ায় এসে  সুমুখ দোরে ।।

পথিক এখন  সাগর মাঝে
           শিখছে  সাঁতার  তরঙ্গতে
সমাজ প্রহার  সিদ্ধ মোড়ল
              ক্ষুব্ধ অনীক  আতঙ্কতে ।।

বিষ জ্বালান  রুষ্ট কথাও
            জারন  করে  আত্মবশে
রিক্ত কাঁচন, বিত্ত ধনিক
             পূর্ণ- হৃদয়  মহৎ রসে ।।