গগন জুড়ে ভাসছে ভেলা
করছে মেঘে যুদ্ধ খেলা
জিতবে কণা ঢেলে,
স্তব্ধ নিবিড় চারিপাশে
থমকে দাঁড়ায় সর্ব নাশে
বর্ষা পালক মেলে ।।
কাঁচা সবুজ নড়ছে ডালে
স্নিগ্ধ বায়ুর পুলক ভালে
শান্ত শীতল বেশ,
ভূমির উপর তৃণ গাছা
মরণ আসে একটু বাঁচা
জীর্ণ দেহের লেশ ।।
বলছে মনে পাথর নামা
দুঃখ ভারের বেদন থামা
বক্ষ ফেটে জরা,
বিশ্ব আলোক নিভল ধরায়
কেঁদে আকাশ আঁধার ছড়ায়
দগ্ধ কালির মরা ।।
গরাদ ভেঙে বক্ষ মেলে
ফিরছে ঘরে দস্যু ছেলে
উঠবে প্রলয় আজ,
শস্য ক্ষেতের কৃষক রাজা
মাথায় বোঝা পাঁজা পাঁজা
নিচ্ছে লুটে কাজ ।।