যজ্ঞ ধূমে বৃক্ষ কাঁপে
লক্ষ পাকে বক্ষ শাখায়
অগ্নি দেহে নৃত্য করে
দীপ্ত ঘরে ভৃত্য শাসায় ।।
কান্ড হারা খন্ড সারে
মণ্ড দ্বারে গন্ড পৃথক
ভণ্ড যামি ভক্ত পোড়া
নক্ত মোড়া রক্তশোষক ।।
ছন্দ ভরা দ্বন্দ্ব জীবন
মন্দ পীড়ন নগ্ন ভূমে
ধাত্রী কায়া বস্তিবাসী
অস্থি রাশি স্বস্তি চুমে ।।
কণ্ঠহারা যোগ্য স্বরে
সহ্য করে ভোগ্য শাসন
মস্ত নত, ত্যক্ত কদর
ব্যপ্ত লহর আত্ম ভাষণ ।।