যেদিন তুমি ছুঁইলে মোরে
থামলো রোদন
কাঁচের চুড়ির ছন্দে তখন
টুটলো বাঁধা..
সেদিন তুমি ঘুম ভাঙালে
জাগলো বোধন
ঠোঁটের রঙে ভরিয়ে দিলে
দেহের সাদা ।।
যেদিন তুমি ডাকলে কাছে
পেলাম ছায়া
শাড়ির ভাঁজের গহীন বনে
জঠর তলা
সেদিন তুমি টানলে কাছে
কাঁপলো কায়া
বিজলী তাপে থমকে দিলে
বাক্য বলা ।।
যেদিন তুমি জড়িয়ে ধরে
প্রাণের কাছে
স্বর্গ তোমার বক্ষ মাঝে
জ্যান্ত পাহাড়
সেদিন তুমি উষ্ণতা দাও
জীবন বাঁচে
দীর্ঘ দিনের ভুখ মেটানো
ব্যতীত আহার ।।
যেদিন তুমি নখের ফাঁকে
আমার নখে
মুষ্টি কষে ধরলে তুমি
বিছানাতে
সেদিন তুমি বশ করেছ
তোমার ছকে
ঘাম শুকান শরীর পোড়া
যন্ত্রণাতে ।।
যেদিন তুমি সবার চোখের
আড়াল করে
রূদ্ধ ছোটো তেত্রিশ নং
ঘরের মাঝে
সেদিন তুমি সম্মতি দাও
মোর সদরে
মাতাল করা নীল শাড়িটার
আলগা সাজে ।।