গুচ্ছ ফুলে  
ভরিয়ে রাখো  চুলের খোপা
স্বল্প  হাওয়ায়  
গন্ধ ভাসে  খুললে  পড়ে

মাতাল  হয়ে  
খেলে  বেড়ায়  মৌমাছিরা
এলিয়ে যাওয়া  
চুলের পাশে  বিম্ব করে ।।

শীতল জলে  
কুয়াশা ওড়াও  বাষ্প হয়ে
স্নানের  ঘরে  
নগ্ন তোমার  শরীর  তুলো

পাহাড় বেয়ে  
চুঁইয়ে পড়া  উষ্ণ আভায়
গলতে থাকে  
হীম বাহিনীর  শৃঙ্গ গুলো ।।

খুলতে গিয়ে  
দাও যখনই  চুলের ঝারি
ঘাড় বেঁকিয়ে
ঝাপ্টা লাগে  তন্দ্রা কালে

হার  না মানা  
বীরপুরুষের  শক্ত শরীর
ঘায়েল করো  
এক নিমেষে  তরোয়ালে ।।

আরশি মুখে  
যখন বসো  বুনতে শোভা
একটি করে  
গয়না তোলো  কণ্ঠ  দেশে

ঝন-ঝনিয়ে  
শব্দ বাজে   চুড়ির  ঘায়ে
সিঁদুর পড়ো  
কাটা সিঁথির  কৃষ্ণ কেশে ।।

যখন তুমি  
সামনে আসো  ঘোমটা মুড়ে
আলতো হাঁটা
নুপুর বাজা  লজ্জা মেখে

শিয়রে বসে  
দাও যখনই  হাতের  ছোঁয়া
ঘুম  ভেঙে যায়
মিথ্যা এমন  স্বপ্ন দেখে ।।