সুদূরে  লুকিয়ে থাকি,
     পরিচয়হীন  আত্মগোপনে,
খুঁজে নিই  তবুও,
   হাতছানি  দিয়ে, সতর্ক  অন্তর্ধান।

আষ্টেপৃষ্টে  জড়িয়ে
  ধরে থাকি  প্রাণের গলিত  তন্তু
কোন  বেলায়  শেষ হবে
       পথের  শ্রম  কার  ডাকে..!

হাত পেতে  ভিক্ষা করি
   জীবদ্দশায়, ভিক্ষার থলিতে
পুঁজি করে রাখি  চক্রবালে
           সৌজন্যে  প্রাণের বায়ু।

রোদ্দুরে  জ্বলে যাওয়া
তামাটে জীবন  গৈরিক সাজে
মঞ্চস্থ  হই, চিত্রনাট্য  সংলাপ,
            .... দৃশ্যকাব্যের  অঙ্কে।

ফুরিয়ে যায়  আস্ফালনে
       সঞ্চিত প্রাণের  বায়ু ক্রমে
জ্বলিত সূর্য, হারায় প্রখরতা,
            ..... জীবন.... অস্তমানে।