অজ্ঞাত মন, জ্ঞান  ভাষাহীন, শব্দ-চয়ন  অমার্জিত
আয়ত্তে নেই নিখুঁত প্রয়াস, বিদ্যা আমার  সঙ্কুচিত।

বাক্যালাপে দু-পা পিছাই, শঙ্কা জাগে কাহিল মনে
উক্তি বাণীর  শব্দ-নিধান, ঘায়েল করে  ব্যাকরণে।

দর্শনে নেই  কর্ষিত জোর, সভ্যতা কোন  সুপ্রাচীণ
ধর্মনীতির  নৈতিকতার, বিজ্ঞান  তার.... অর্বাচীন।

যোগ বিয়োগে  সহজসরল, গুণ বিভাজন লভ্যসুর
বেহিসেবী সূত্ররেখায়, ক্ষেত্র-গণিত  আলগা নিগূঢ়।