ঠেলতে গেলে
            রক্ত পাথর
               মাটির তলে  কাঁদে
বিষণ্ণতায়
          শরীর ভরাই
             রহস্যের  এক ফাঁদে ।।

সাগর ডুবাই
       মাটির  যে তল
                 প্রতীক্ষিত  গুমে
রক্তে এতো
         বিষাদ কেন
              বিষ পাথরের ঘুমে..!

রক্ত খেয়ে
         কাঁদছি এখন
              অন্ধকারের  তলে
ভাঙছি পাথর
         ছুঁড়ছি ফেলে
               চোখের  আদলে ।।

বিধুর ভোরে
         দিন গুনেছি
               দিন ফুরিয়ে রাত
বুকের উপর
         পাথর ভাঙাই..
                ঝরায়  রক্তপাত ।।