মাঝরাতে,
   শেষ বারের মতো
      দেখে যেও, জেগে আছি
এখনো আমি, নিশ্চুপে..
   শত শতাব্দীর
           নক্ষত্রের পরিমন্ডলে
অযোগ্য  প্রাক্তন,
অস্বচ্ছ  পৃথিবীর চোখে
     অন্ধ বিশ্বাসে।

প্রস্তুত  হয়ে আছি,
শুধু দীর্ঘশ্বাস  ফেলবার
   ভয়  জাগে মনে
অকুণ্ঠ প্রণয়ের
                    দুর্গম পথে,
অনিশ্চয় তোমার
         নির্মম বুকে
অর্থহীন  আর্তনাদ,
আমার হয়ে  তবুও যদি
               বেজে  না ওঠে....