এখন  সত্যের মুখোমুখি  দাঁড়িয়ে আমি
যুক্তি  আসে,  যুক্তিহীনতায়  তর্ক  করি
জানি  এ  বিরুদ্ধাচারণ, সত্যের  কাছে
হেরে  যাই  কেবল,  তোমার নিরবতায়।

আমি  খুব  আলগোছে  চলি,  নিঃশব্দ
পায়ে, রোদ্দুরে শরীর  পুড়ে  খাক হয়ে
যায়, তবুও  আমি  পারি  না  দৌড়াতে
এতো  বিহ্বল..! আমি তো  ছিলাম না
কোনোদিনই..!

জানি মাথানত  করা সহজ, কিন্তু  তুমি
যে  একান্ত আমারই, অন্ত  ভালোবাসা,
তা তো আমি, সত্যর ছাঁচে ফেলে প্রমাণ
করতে পারিনা সত্যের সম্মুখে, বারবার
হেরে যাই সম্যকে।

আমি শুধু  প্রতিনিধিত্বই করে যাই, দৃশ্য
মান হয়ে, দাবি ওঠে, কাঠগড়ায়, বিচার
বিবেচনায় আমি থাকি নিরপেক্ষ, তবুও
অপরাধীবোনে যাই আমি বাদপ্রতিবাদে।

আমি বিষন্ন ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে, ক্ষমা
চেয়ে চোখ মুছি, বেড়িয়ে আসি, নির্জনে,
'ভালোবাসি সত্য, প্রমাণ করার যৌক্তিকতা
তবু আমি খুঁজে পাইনা..!