অজস্র  প্রাণ  আজ  পড়ে আছে পথে
রক্তের  দাগ আঁকে  ধারালো অস্ত্রতে
মৃতপ্রাণ গেঁথে গেঁথে গড়ে তোলে চূড়া
জীবন্ত   মানুষ  খায়,  জাগ্রত  পশুরা...

স্রোতের  টান পড়ে  জোয়ারের  জলে
ভেসে  কারা  আসে  রোজ  সদলবলে
আমাদের  হাতে নেই  জুড়ে রয়  ফাঁক
বিশ্রামে  বসে যারা  আজও নয়  থাক।

বিষে বিষে  পৃথিবীর  বিষিয়েছে  সুরা
উঠে দেখো তাকিয়ে  মেতে  রহে ওরা
চালাঘরে বোমাবাজি  কেঁপে ওঠে বুক
ভেঙে ভেঙে  চুরমার  তবু  বোবা- মুখ..?

আরও কত এক দুয়ে, রবে না  হিসাব
শত  শত  শতকের, কে  দেবে জবাব..?
ডুবে থাকে  যারা রোজ  ঘুমন্ত  ঘোরে
শাসকের  বিচারজ্বলে  ওঠে না ভোরে।

খেটে খাওয়া ক্ষুদ্রের  পরিহিত ন্যাকড়া
খুনে জলে  তার দাম, নেই আজ  চড়া
পচে গলে ছিঁড়ে খায়, দেহে লাগে কাদা
শাসকের  সাদা থান, তবু  থাকে  সাদা।