যার আঁচলে মুখ লুকিয়ে
কাঁদলে বসে সকল ক্ষণ
তার উপরে জল ঝরিয়ে
সিক্ত হলো আঁচল কোণ।
আজ যে আঁচল সিক্ত হয়ে
পচন ধরে ছিঁড়লে শাড়ি
কালকে কাহার আঁচল তলে
ফেলবে সুখে অশ্রু বারি..?
যার পরশের দীপ-শিখাতে
করল আলো উজাড় করে
তার উপরে নীর হাওয়াতে
নিভল জ্যোতি অশ্রু ঝরে।
আজ যে শিখায় বন্যা বয়ে
উড়ল ধোঁয়া শেষ না হতে
কালকে কাহার দীপশিখাতে
অর্ক পাবে কোন সে পথে..?