ক্লান্ত নবীন  প্রবীণ পথে
                নৃত্য করি... নিত্য বেলা
সূর্য পোড়া  শহর আমার
               বহর জীবন  সে একেলা ।।

তরুণ যুগের  দুখ মেরুতে
                  স্বর্ণ অরুণ  ছন্দ গাঁথে
সোহাগ স্বাদের খোরাক কষি
                তৃষ্ণা মনের  বেদনাতে ।।

মরণ বাতাস  বিচার সভায়
              বিকার শ্বাসে  যুক্তি পায়
দূরের সাহস  আপন অতীত
                চিহ্ন পতিত  অজ্ঞতায় ।।

করুণ স্বরে  ক্রন্দে ভাসি
             সর্বনাশীর  পায়ের তলে
নতুন যুগের  যুগ-শাসনে
            মাল্য পড়ি  আমার গলে ।।

নিষ্কারণে  ধ্বংস করি
          জীবন গড়ি  আবার প্রাণে
যুগান্তরের  নিয়ম-নীতির
             শৃঙ্খলাবোধ  দ্বন্দ্বদানে ।।

আঁধার জীবন  মর্মমাঝে
           রক্তছাপা  পাহাড় শিলায়
ক্লান্ত আমি  ক্লান্তিকরের
              প্রবীণ পথে  বৃত্তি পাই ।।