শরীর তোমার উষ্ণ বড়ো
শীতল হাওয়া লাগিয়ে গায়ে
শীর্ণ হাওয়ার উষ্ণ আঁচে
তরল বায়ু রয় জড়ায়ে।
পীড়িত শরীর রূদ্ধ যেমন
নিত্য দিনের অকাল কারণ
খুচরা বিবশ ভুলত্রুটি যা,
চলছো করেই বিমুখ চালন।
এই কি তোমার ভালো থাকা
খারাপ দিনের মধ্যে দিয়ে
দুষ্ট সুলভ ছলের জীবন
দিবস শেষের বিষাদ নিয়ে..!
বইলে আঘাত সইবে কত
জীবন মরণ আঘাত দানে?
ভাঙবে সোপান উচ্চতীরে
চরণ ফেলার স্বাধীন ভানে!
মিছে মিছেই দুঃখ গাঁথা
হৃদয় তোমার ক্ষতের পাহাড়
কঠিন কঠোর মলিন আসন
সদয় তোমার প্রেমের বাহার।
হেলায় ঠেলো নিজেরে রোজ
বিশ্ব-আলোক নয় আপনার
ঝঞ্ঝা মিছিল আড়াল হয়ে
নেয় না জগত সকল ভার।
দিক পানে আজ যেদিক দেখ
সবাই আছে আত্মপরে
নিজের বলে নাই কিছু আজ
জন্ম কেন বিশ্বচরে..!