সবাই  যখন
...  ঘুমিয়ে  পড়ে,
অভিশপ্তভাবে
       জেগে উঠি  আমি...

অন্ধকার রাতে
      মৃতছায়ার সঙ্গে
পার হই  রাস্তা...

কলঙ্কিত খাদে
ডুব দিয়ে...
  হয়ে উঠি  কলঙ্কিত,
         ... নিরুদ্দিষ্ট  অগ্রাহ্যে।

জ্বলজ্বল
    করে  ওঠে,
নির্মোকহীন,
     হৃদয়বিহীন দেহ
দুর্বৃত্ত পন্থার, অনলে পুড়ে।

সঙ্ঘ, সভ্যতা,
   লৌকিক সম্প্রদায়
অনন্ত সত্যের
       ... আদর ছুঁয়ে
জেগে ওঠে  যখন
সূর্যের সাথে...

তখন আমি  দগ্ধিত ভস্মে  নিদ্রিত।