তৃপ্তি আনে শান্তি ধারায়
দাহ্য চিতার দাপে
দুঃখ ঘরে ছড়ায় কিরণ
নৃত্য আগুন তাপে।
প্রেম প্রণয়ের পূণ্য-রথে
বাঁধ টেনে নেয় ভানে
ভস্ম ওড়ে স্রোতের বায়ে
মুক্ত- ঋণের দানে।
উৎসবে আজ শুভ্র হাসি
ছড়ায় রাশি ঘাসে
নিত্য জাগা রাত্রি জীবন
ঘুমায় শান্ত শ্বাসে।
তৃপ্তি আশে দীপ্তি জ্বালি
গৌরবে তার ধাম
স্বর্গে কী কোন নরকপুরে
পুড়ছে.... মনস্কাম...!
কাঁদছি এখন কাঁদাই ভালো
চিত্ত ভরা.... জল
মুছব যখন দাগ রয়ে যায়
যায় না ধুয়ে... তল।
চোখের কোণে ঊর্মি সম
অশ্রু কণার ভাগ
গড়িয়ে পড়ে চিহ্ন আঁকে
শুকিয়ে থাকে দাগ।
ঘুমের ঘোরে শান্তি জাগে
নিত্য দহন তাপে
দুঃখ ঘরে আলোর নাচে
বক্ষ আমার কাঁপে।
শাস্তি, ঘুমের শান্তি, এখন......
...... নিত্য দহন তাপে।