চিতার আগুন  জ্বলছে মুখে
পীড়ন পীড়ায়  পাষাণ বুকে
দাঁড়িয়ে আছে  আপনজন
কাঁদছে আমার  মরণ দুখে ।।

নিমের কাঠে  সাজিয়ে চিতা
জ্বালিয়ে, গানে গাইল কী-তা..!
ফুলের মালা  পড়িয়ে গলে
আমার বুকে  চাপিয়ে গীতা ।।

আমার মুখে  চাঁদের ফোঁটা
কে আঁকিলে  স্নেহের কোটা
দাওনি আগে  যতন ভাবে
ছিলাম যখন  জ্যান্ত গোটা ।।

কোন কূলে  আজকে সবাই
স্বজন চির  মোর প্রিয় ভাই
কিচ্ছু  আজি  যাইনি নিয়ে
রেখে গেলাম তোমার সভায় ।।

যখন  ছিলাম  আপন  তরে
যা  পেয়েছি  হেলায়  ভরে
বিকল  কালো  অসহায়ে
রেখেছিলে  আঁধার  ঘরে ।।

আজকে আমি  মুক্ত হাওয়ায়
উড়ছে  দেহের , মলিন  ছাই
  লেশ  রবে  না  বহ্নিমানে
মিলিয়ে যাবো  মেঘের ছায়ায় ।।