থাকবে না আর
কোনোকিছুই
প্রশংসায় পঞ্চমুখ
অন্ধ লালিত্যের
চোখ, নিরাকার
আবর্তে মলুক ।।
বাসরঘর কেঁপে
ওঠে, অলৌকিক
আত্মার হুঙ্কারে
ক্ষমাহীন পাপিষ্ঠ,
খুলে ফেলে মুখোশ
দ্রাবিত অঙ্গারে ।।
সরে যায় পর্দা
ভেসে ওঠা স্বপ্নে
বিকৃত দুঃখ ছাপে
ঘনীভূত অশ্রুকণা
তার চোখের কোণে
বর্ষিত হয় মনস্তাপে ।।