সকাল বেলায় আলোয় দেখি
বিদায় সাথী রাতের আঁধার,
দুঃখ আমার জমাট বেঁধে
গগন চূড়ায় মেঘের পাহাড় ।।
অশ্রু আমার শিশির কণা
নুইয়ে পড়ে ঘাসের উপর,
ঝিলিক দেয়া ক্ষণিক প্রভা
বিজলি তরল শৈত্য রুপোর ।।
ভোরের তখন রক্ত গোলা
শরীর আমার নিষ্পেষণে
সব দেয়ালের নতুন শাঁখে
শ্যাম ধুয়ে খায় নিষ্কাশনে ।।
হৃদয় আমার আকাশ গুরু
কচ সে ভাসে তারও দুখে
সান্ধ্য নিশায় ঘিঞ্জি ঘনায়
ব্রাত্য স্বরূপ রাতের মুখে ।।
রাতের বেলায় বিষাদ দেখি
বিদায় যখন দিনের রবি
জমাট বাঁধা দুখের মাঝেও
দৃষ্টিসীমায় আমার ছবি ।।