আষাঢ়ঘন মেঘ জমে যায়
বুকের মাঝে অল্প
দিবস নিশার উন্মাদনায়
শোনায় গাল গল্প।
ভালোই আছি জন্ম লয়ে
বিরল স্বপ্ন খোঁজা
যুদ্ধ পথে হন্যে হয়ে
জীবন মূল্য বোঝা।
গোপন রাখা অশ্রু বারি
রোদন বড়োই বাজে
কেউ দেখে না মর্ম সারি
পাহাড় জমে তাজে।
জগত আমায় কি দিয়েছে
হোঁচট খেয়েও হাঁটি
শূন্য থলির দাম কমেছে
কদর করেই খাঁটি।
প্রেমিক পুরুষ হওয়া বৃথা
অর্থমূল্য হিসাব কষে
বৃথা জীবন সংসার প্রথা
মূল্যহীনে যায় তা ধসে।
মলিন জামাও করে উপহাস
ছেঁড়া জুতা পায়ের তলে
পুরুষের শক্তি কত কামাস...?
পরিচয় দিই রক্তজলে।
পুরুষ হওয়া সহজ যে নয়
উড়তি বয়সে শঙ্কা বাড়ে
আপন সুখের, জীবন্ত ক্ষয়
সুখে থাকা এ সংসারে।
মরণ খেলা, খেলছি নেমে
যুদ্ধ তটে জিততে হবে
কান্না এসেও বুকে থেমে
কাঁদতে গেছি ভুলে কবে..!