তোমার পূজা  নিত্য করি  গুপ্ত  নিশাচরে
মনের মাঝে   অশ্রু-কণা  ঝর্ণা হয়ে  ঝরে

         " আঁধার ভেঙে তোমায় খুঁজি
           আলোক আমার রিক্ত রোজই "
        
চরণ খানি  ধরলে বুঝি  যাও কেন  সরে
পুষ্পপাতায় চরণদুটি সাজিয়ে দিব  ভরে ।।

আছো তুমি  মাটিতে মিশে, ধুলার  মাঝারে
সেথায় আমার অশ্রু ঝরে, কোটল আকারে

          " রৌদ্র জলে  আছো  চুমি
             আকাশ বায়ু  ধারণ ভূমি "
            
সৃষ্টি সাধন  করছো  তুমি , কুশল  বাহারে
অসীম গগন  সলিল পবন  ভূধর  পাথারে ।।

বক্ষ তোমার নিত্য ভিজাই নয়ন বারি ঢেলে
তবে তুমি  দাও হে মুছে আঁচল খানি ফেলে

           " বস্ত্র তোমার  ভিজুক জলে
             তোমার  শুচি   বসন  তলে "
            
জীবন আমার পূন্য হবে, তোমার পরশ পেলে
ফুরিয়ে যাবে  দুঃখ মম, তোমার নিকট গেলে ।।