পর্দা সরালেই বিষাদী মুখ, টেনে নিলে বিষণ্ণতা আবার।
দরজায় কড়া নেড়ে, চৌকাঠ পেড়িয়ে যাই, শক্তমুঠোয়...
সন্ধ্যার বিনাশে, ঘনিয়ে আসে রাত্রি, ঈর্ষান্বিত গণতন্ত্রে।
ভূগর্ভের খোল থেকে তুলে আনি সভ্যতার জ্বলন্ত অস্থি,
মাকড়সার জালে যখন মৃত্যুর ফাঁদ পাতা নিয়মবিরুদ্ধে
জড়িয়ে থাকলে দণ্ডদান, ভেদ করতে গেলে মরণাপন্ন।