এই ধোঁয়াশা ভরা অনিশ্চিত জীবন কাব্যিকতায়
অবসাদ- দীপ্তির আলোকে মুড়ে ডানা ঝাপটায়
এলোমেলো যত বইপত্র হেলায় রেখে ধুলা জমে
বেঁকিয়ে বসা শব্দের আর্তনাদ বেজে ওঠে ক্রমে।
নিয়মিত একলাই থাকতে বোধ করে সে স্বাচ্ছন্দ
স্নান করে, রসদ খায়, ধূসর বিকেলে পায় আনন্দ
বেড়িয়ে যায় ঘরে থেকে, সূর্যাস্তের শেষ বেলায়
চিনে নিতে থাকে নিজেকে প্রত্যহ ভালোবাসায়।
ঝাট দিয়ে গুছিয়ে রাখে সে তার পরাভূত বিনাশ
স্রোত কর্তালে সুর বাঁধে অনাগত অর্জিত বিলাস।
ব্যর্থ দানবীয় যুবকের শক্তি ক্ষয় আগুনের প্রেমে
জ্যোতিহীন অন্ধকারে তারার সহবাস যায় থেমে।
গুপ্ত মনের গভীরতা থেকে উঠে আসে প্রাচীনতা
অধীরতায় উগড়ে দেয় রচনার দলিলে বিরলতা।
অনন্ত সত্তার দুর্ভেদ্য কল্পনায় সে ব্যাধিতে ভোগে
শৃঙ্খলতা- সে সভ্য নয়, পূর্বাভাস পায় কর্মযোগে।