অস্ত্র ধরেই  তোমার বুকে
             রক্ত সুতোয়  পথ বেঁধেছি
তরুণ যুবক  চৌদিকেতে
            ধূর্ত চোখের  লাল দেখেছি
ভাগ্য আমার  আরাম ঘুমে
             চৈত্র মাসের  খবর পাঠায়
দ্বন্দ্ব সুলভ  নিন্দা তাপের
             বিস্ফোরণে  শৌর্য শাসায় ।।

দেব মানি না নিথর শিলার
              যা মেনেছি  সত্ত্বা নিধির
সদ্য চাবুক  ঘাত সয়েছি
          খোরাক এখন  প্রণয় বিধির
গ্রাহ্য না হয়  অঙ্গীকারের
             দাহ্য আমার  জীবন মরু
শান্ত সলিল  বজ্রে  মাতাল
              সাহস যোগায়  গুল্মতরু ।।

জ্বলছে যখন  এঘর ওঘর,
             আর কতটা  শান্তি পাবে
কোন হৃদয়ের  দগ্ধ সুবাস,
              ঊর্ধ্বতনে  ছড়িয়ে যাবে..?
মিথ্যে সবই, মিথ্যে আশায়
            কলঙ্কে সাজ  প্রণয় সুখে
মুক্তি  না দাও  যুক্তিহীনে,
           আখের জীবন  সকৌতুকে ।।