কৃপণ  যখন  বক্ষ  তব,
                 অস্ত্র দিয়ে  মর্মভেদী
প্রেম প্রণয়ে ব্যর্থ প্রয়াস
          আর করি না  পাষাণ বেদী।।

তড়িৎ চোখে চকিত খেলা
            পলিত এখন জীবন মম
গলিত ধারায়  ললিত আমি
             শোণিত ঘায়ে  খণ্ড সম।।

দিগন্তে  কোন  দম্ভ ভারে
            চললে তুমি একলা সদা
তরঙ্গ  বহে  রূধির চোখে
            নেমে আসে কাল পরদা।।

আবার কি কোন কৃপণ যে প্রাণ
               অস্থিরতার  মৃত্যু  কবে..?
যার  লাগিয়া  জীবন  লিখন
            সে কি এখন  আমার হবে...?

আমিও এখন নিঠুর বড়ো
          পাষাণ শিলা আর ভাঙি না
মহানুভব  ছিলাম  কালও
         ছেড়েছি আজ  সেই আঙিনা।।