এখন আমি নেমে যেতে পারি নির্ভয়ে অন্ধকারে
জরাজীর্ণ ইটের প্রাচীর ভেঙে তুলে আনতে পারি
বিশৃঙ্খল ভালোবাসা। হাতের নাগালে যতটুকু পাই
নোংরা আবর্জনা ভরা পচাগলা দুর্গন্ধযুক্ত শবদেহ।
আজ হানাহানির প্রতিযোগিতায় মত্ত আমি শয়তান
জেগে উঠি বারবার, বুকে জড়িয়ে ধরি দুর্মূল্যকায়া।
শক্ত পাথুরে খোলস, প্রাণহীন আজ নিষ্কাশনে নীরস।
সঞ্চিত ভালোবাসা ক্ষয় করেও আজ অপগত প্রাণ।
প্রতি পদে পদে বাধা, পালিয়ে বেড়াই, প্রতিবন্ধকতায়।
সাহস হয় না এখন আর দর্পণে নিজ আনন দেখার
জবাবদিহি করতে পারিনা, নিজের কাছে থাকি তাই
নিশ্চুপে, ভয় আজ সদুত্তরে শুধু পরাজয়ের ধ্বনি।
ফেরাতে পারি না আমি, শুধুই ফিরে আসি, অধরাই।
নেশায় মাতানো চাহনি দেখে পথ ভুল করি বারবার।
অজস্র দুখের জীবনে,সুখের সন্ধান করে চলি দুবেলা।
কিন্তু ঠাঁই..? নির্দয় ভাবে মুখের উপর বন্ধ করে দেয়
দ্বার,... প্রাণহীন শক্ত পাথুরে খোলস.....
তা আমি ভেঙে ফেলতে নির্ভয়ে নেমে যাই আবার
অন্ধকারে, তুলে নিতে উপেক্ষায় ত্যক্ত ভালোবাসা।