অস্পষ্ট  চোখ,  ভয়ংকর  কুয়াশাতে
দিগ্বিদিক শোরগোল  মৃত্যু যন্ত্রণাতে
                 মরণশ্বাসে খট্ খট্  খুলে  যাবে দ্বার
                 অপূর্ণ  রেখে  যাবে   লেখনী  সম্ভার

                 সহসা জেগে  কম্প্রে ওঠে  বক্ষ তার
                 সূর্যঢাকা বিষাদে  চতুর্দিক অন্ধকার
মোম শিখায়  জীবন লেখে সম্ভোগে
সমাপ্ত করে লেখনী তার ভক্তিযোগে

তীক্ষ্ন  চাহনি  মহাকাশ  পানে  চায়
তাপ মেঘে  বর্ষণ  নয়নকোণে বর্ষায়
                 স্বপ্ন  রাতে  অনুভব  করে  বারংবার
                ভোরের শিশিরে পা ফেলে সে দুর্বার।

                প্রাণের স্পন্দন জীবন সংগ্রাম আজ
                দুঃসহ ক্রোধে খণ্ডিতে চায় মৃত্যু খাঁজ
অনুষ্ণ হিমালয়ে তার  হিমায়িত প্রাণ
শরীরের সমস্ত তাপ চুষেখায় শয়তান

মৃত প্রাণ  হিমশৈল স্রোতে ভাসে রক্ত
সাগর তরঙ্গে মিশে হয়  সীমান্ত  নক্ত
               কঠোর জীবন  বরফের মতন  গলিত
               প্রাণ নেই আজ  হয়ে গেছে পরাজিত।