সবকিছু
      অনর্থক নয়,
          সংকেতবিহীন
                   কথার ভ্রূণাক্ষে
ভয়ংকর  স্রোত তুলে যায়।
      অনাহূত...
                 নির্জনতার কাছে
নিরপেক্ষ সহনশীলতার
     সন্দিগ্ধে..,
            বেঁকে যায়  মেরুদণ্ড।

পড়ন্ত দ্বিধার
       দৃশ্যালোকে
             খুলে যায়
                    পঙ্কিল ছদ্মবেশ
বর্ণিত ইশারায়,
        শূন্য অরণ্যের
            সতর্কিত  উপঢৌকনে
কাপুরুষের
           লজ্জিত জীবন,
            মুখ ঢাকে  গ্লানিবোধে।