ক্ষমা করি, বীর্য দোষের,
করেছিলে এতোই নবীন
যৌবন আমার, আজ তাহা..
খোলসে ঢাকা সুকঠিন
নন্দনতত্ত্বে মাণিক্যের মতো,
মহা -বিস্ময়ে অঙ্কিত
ছিলো যাহা ধন, একান্তই
ঐশ্বর্যে মোড়া অতীত
তুমি পেয়েছিলে তার স্বাদ,
আশ্রয়ে থাকোনি মাত্র
লুটে নিয়ে করেছো পলায়ন,
হতচেতন দিবা-রাত্র
ধরেছে বন্দনায় গ্লানিবোধ,
আর.. প্রতিশোধ নিতে
করিনি সাহস, যতটুকু...
দিয়েছিনু, নিয়েছো জিতে
তাহার অধিক, আমি নির্ভীক,
... দুঃসহ যন্ত্রণা মাঝে
দুঃখরে করেছি মহীয়ান,
এই মোর গৌরব স্বরাজে
ধরণীসম মোর হৃদয় মাঝে
হয় আজও স্ফুরিত
তব গাত্র ঘৃষ্ট উষ্ণতায়..
ভেবে হই আজও শিহরিত।