ক্রমশ আমি..
  ধ্বংসে যাবো থমকে  যাবে সব
জীবনের সহিষ্ণুতারউন্মথন
                  গর্জিত কলরব
বিচ্ছিন্ন হবো নিখিল মরুর
               ধর্ষিত  প্রান্ত হতে
দেখতে পাবো..
  আর্তনাদের  মায়াবন্ধন উৎসব।

যাহা কিছু..
ভালো সঞ্চয় করি,ভবিষ্যতের জন্য
আজ তাহা অনুরূপ
         ভ্রান্ত বলে হয়ে যায় গণ্য
যাহা কিছু মিথ্যা গ্লানি
            অজান্তেই ঘাড়ে চাপে
মিথ্যা দোষারোপে..
      দূষিত করে  আমাকে অন্য।

কেহ আজ
সত্য যাচাই করে খতিয়ে দেখে না
দূর হতে শোনে যাহা
         সমীরণের মিথ্যা ঘোষণা
শুনে তাহাই
সমুচিতসত্য বলে মেনে নেয় আমি
আর সত্য
গুপ্ত রয়ে,মিথ্যা হয়ে ওঠে জ্যোৎস্না।

আজি যত..
অপমানের বোঝা কাঁধে তুলে নিয়ে
রয়েছি আমি দিশেহারা
          পথে, পথ গেছে হারিয়ে
কেহ আর খোঁজে না মোরে
               বোঝেনি, অন্তঃস্থল
শুধুই রুক্ষ..
কথাতে আমি নিশ্চুপে শুনি দাঁড়িয়ে।

আমি ভালো
মন্দ বিচার করেছি  নিজের মাঝে
ঠিকভুল সকলই আজ
            অবিচারপূর্ণসম কাজে
তবুও যেন মনে হয়
        অপাপবিদ্ধ,পাইনে তাহলে
কেন ক্ষমা..?
আমি যে নির্মলচির,নই অসৎ বাজে।

আজ আমি
নিতান্তই ভুল,সকল কথাই অবিশ্বাস
রেখেছে আমায় মিথ্যার
            চাদরে মুড়ে ক্ষুন্ন হতাশ
আমি দিন-মান মিথ্যা
         অপবাদের আত্মঘাতে মরি
যা কল্পনায় ছিলনা
আজ  তাহাই  ধ্বংসে হলো সর্বনাশ!