দায় বাহনের  সখ্য করে
             আর কত পথ, চলতে পারি..!
কঠিন ঘাতে  দ্বন্দ্ব নিদান,
              সব সয়ে যায়  যে সংসারী
শয্যাবিরূপ স্বাধীনচেতায়
                চাঁদের চোখে  অন্ধ ছানি
শৌর্য ভানুর.. দূরের প্রতাপ..
              কর্মে জীবন.... ধর্মে টানি।

সংসারে কোন রাজ্যসভায়,
               প্রার্থী  আমি  ছদ্মবেশীর
প্রলাপ শুনি আর্তনাদের,
             শুষ্ক চোখে  ঝরাই শিশির
ভালোই চলে আত্মত্যাগে,
               জীবন জুড়ে  সাম্যবাদে
ব্যর্থতা রোজ, প্রয়াস বহাল
              নিত্যদিনের  বাধ্য ফাঁদে।

স্বস্তিকা নেই  জীবন রেখায়,
                চতুর্দিকে  পাহাড়-ঘেরা
ঊর্ধ্ব প্রাচীর  সন্ধিতে তাই,
             চিহ্ন পিঠে  বাঁশের বেড়া।
দিনমজুরের  আধেক দামে,
                সংসারে হই  সব্যসাচী
আজকে তারই  সুলভ জীবন,
               কষ্টে-সৃষ্টে  শর্তে- বাঁচি।