রেখো না, রেখো না আর আমারে মনে
যদি সন্ধ্যার প্রহরে
আমারে মনে পড়ে
ইশারায় ডেকো না,আমি নেই সচেতনে।
মধুভরারাত সেই জপিতে জপিতে স্মরা
সন্ধ্যার ছায়াতলে
একাকিনী অবিচলে
তুমি আর স্মরো না,আর নাহি দিব ধরা।
অহমিক তুমি যেন, মোর লাগি চিরদিন
প্রেমের অমৃত সুখে
আর নাহি উৎসুকে
অহমিক থেকো না,আমি আজি বিলীন।
নব নব ক্ষুদ্র শান্তি,তোমার কপালে ধ্বংস
খন্ড খন্ড করে যদি
বহিতে শেষ অবধি
দুখী আর হয়ো না, মিলিবে সুখের অংশ।
প্রাণেতে আমার চরণ,তোমারই তো দ্বারে
ধনসম্পদ যত ধরি
একেলাই লুন্ঠন করি
নিঃস্ব তুমি হবে না,ব্যাকুল করুণ কাতারে।
শূন্যে উঠিছে কত আকুলি,বায়ুজালে রপ্ত
পলকেতে পাবে দেখা
মধু-রাতে একা-একা
অনুভব করে, ভ্রমিব যবে আমি স্বর্গমর্ত।