অনন্ত  ঘুমে  লভিব  আরাম
জগৎ  সভা, শান্ত  হবে..
রাজসিক খাটে  যখন আমি।

জীবনের  যুদ্ধ  ক্লান্তি  আজ
ক্ষান্ত হবে, মহা বিশ্রাম, সেই
মহাকালের  অনন্ত  তন্দ্রায়।

প্রাণ  তখন, এককালীন দীর্ঘ
নিশ্বাস ফেলে, ছিনিয়ে  নেবে
শান্তির ছাড়পত্র, জগৎ থেকে।

নির্বিকার, প্রচ্ছন্ন  আবদারে
বক্ষে  তুলে  নেবে  আমায়..
আদর প্রলেপে, সাজসজ্জায়।

অভিলাষী  জ্যোতির্ময়  নক্ষত্র
করিবে যখন  বিদায়ী নমস্কার
তখন আমি চিতাগ্নিদাহে, ভস্ম।