নারীমূর্তি তুমি
খুলে রাখো তোমার সকল গ্রন্থের পাতা, প্রণয়পিপাসু
আমি, আলগোছে পড়ে দেখি বৃত্তান্ত বিভৎস কাহিনী
জীবনের প্রতিটি অণুতে রেণুতে শূন্যতার মেলবন্ধন
চোখের চাহনিতে যে বিশ্বাস ধরা পড়ে, অবিশ্বাসের।
ছায়ামূর্তি আমি,
হাত বাড়িয়ে বিষণ্ণতায় চুলের মাঝে ধূলো ঝেরে দিই।
বক্ষভাঙা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাই, জীর্ণসংস্কারে।
গড়ে তুলি বাঁধ, দুটি আঁখির অশ্রুধারা প্রবাহের আগে।
কলঙ্কিত জীবন, আবরণে ঢেকে দিই শরীর সসম্মানে।
তবুও আমি
প্রহরীর মতো রাত্রিদিন বাইরে দাঁড়িয়ে থাকি রক্ষায়,
তোমার বুকের বারান্দায় বিচরণ করি, ভিতরে প্রবেশ
করবো বলে,পাথরের দরজা ভাঙতে গিয়ে রণলিপ্সু
হয়ে উঠি, অস্ত্র হাতে তুলে। ভাঙতে পারি না, অবৈধে..!