সাজি ভরা রক্তে,
              ফুল ছুঁয়ে একাকার
অর্ঘ্য  বৃহত্তে,
             পূজা দিই  বিধাতার।

জীবনের  শক্যতা,
                 মূর্ছিত  কণিকায়
নিয়তির  সজ্জ্বতা,
                অর্চিত  অবেলায়।

সাজাবার নিদারুণ,
                সহসাই  আদায়ে
ঝলসিত  প্রভারুণ,
               পড়ে রয়  বিছায়ে।

জীবনের ভীরুতা,
              অপগমে  আর নেই
মননের  দৃঢ়তা,
              উপবাসী  বিচারেই।