সবাই  যখন.....  দেয় আমারে
              তাদের আমি  দিই না কিছুই
চাবার আগেই  সব পেয়ে যাই
               .... করে থাকি  মাথা নীচুই..!

নিত্য আমি... হচ্ছি ঋণী,
           ...যাচ্ছি হয়ে......  জীবন ভরে
ক্রন্দ  এখন  আনন্দময়,
             বন্দনাতেও.....যায় না  ঝরে।

আপনাকে তাই  ভুলিয়ে রাখে,
                     বুঝিয়ে রাখে  বাউণ্ডুলে
সুনাম  এখন  পয়সা  দামের,
                  এই  জগতের  সর্ব- মূলে।

ভিড় পথে  আজ  ভয় দেখি
                 রোজ... শঙ্কে  ডরায়- মন
উচ্চ-দামের  জন-সমুখে,
              তার কাছে  আজ হই সমর্পণ।

সমান সমান, মান অধিকার,
                    অসমানের.....কলঙ্কময়
দাসত্ব রাজের জীবন আমার
                     রাজাধিকার  কাম্য নয়...!

এখন থাকি  পায়ের তলায়,
                পায়ের তলার  ধুলা আমি
আত্মা  যখন, আত্মাহুতি,
             প্রকাশ করলেও  হয় বেনামী।

নিত্য  যখন  দিন  ফুরিয়ে,
                 জ্বালিয়ে আনে  নতুন দিন
তখনও আমি গতির কাছে,
                 দানশীলতায়  বাড়াই ঋণ।

সুশোভনের, নোংরা যে রূপ,
                   যায় না ঢাকা  সুশোভনে
নোংরা  যতই  গন্ধ ছড়াক,
                সু-গন্ধ  ঢালে.... অর্থ ধনে।

লজ্জা এখন চোখের কোণে,
                 চোখের কোণে  অন্ধকার
প্রভাত  আমার  বিলম্বিত,
            রাত্রে সে দেয়  আঘাত প্রহার।

সূর্য্যি যেমন  সোনার থালায়...
                   সন্ধ্যা -ক্ষণে  ঢলে পড়ে
চাইছি  আমি  ওই  সম-রূপ...
                দেখুক সবাই, লুটুক মোরে।