দীর্ঘকাল কেটে যায়
আবারও বহে দীর্ঘকাল
ভয়ংকর বিষন্ন শূন্যগৃহ
আলোকে পায় হাল
দিগন্ত হতে ভেসে ওঠে
ঝটিকার নৈরাশ্য ত্রাস
নিঃশব্দে হানা দেয়
বক্ষ মাঝে কার নিঃশ্বাস..?
দিশেহারা কেবল
অনিশ্চিত জীবন ব্যকুলতায়
প্রলয় মুখর সংঘাতে
পার্ষদ হীনে হৃদয় ডরায়
পলে পলে অনাহারে
প্রদীপের শিখার নতমুখ
দীর্ঘকাল বক্ষ পুড়ে
নিঃশব্দে পেয়েছে কী সুখ..!
অনাদরে ঠাঁই, জ্যোতি তার
নাহি করে প্রতিবাদ
ঝলমল আলোকে
পূর্ণগৃহ পায় উদ্ধৃত সংবাদ..
সজল নয়নে আমি
চেয়ে রই তাহারই মুখপানে
পরিশ্রান্ত বক্ষ তার
ভস্ম হয় যখন সন্দিহানে।
দুখের জীবনে আলো
সঁপে প্রাণ করে বলিদান
অন্তরালে তার দুঃখ...
পারে না কেহ করতে সন্ধান
জ্বলন্তদাহ নৈরাশ্যতাপে
প্রাণে ওড়ে ধোঁয়ার গন্ধ
সে তবুও অগ্নিবাণে...
প্রাণ পুড়িয়ে পায় আনন্দ।