কুঞ্জ মাঝের পুঞ্জ হতে
একটি ফুলের কুঁড়ি
মাতাল করা সুরভ ঘ্রাণে
আজ করিব চুরি।
যেই রমনীর বৃন্ত ছায়ে
আমার আলস গড়া
নেশার তরে প্রান্ত পথে
সহজ ক্ষয়ে পড়া।
নিভৃতে আজ বন্ধু ভেবে
তোমায় আমি বলি
মর্মমাঝে দাও সঁপে মোর
একটি ... পুষ্প কলি।
প্রাণের মাঝে আছে আমার
.... মর্মভেদীর পুঁতি
লোপ করিয়া ছড়াও আজি
তোমার গন্ধ দ্যুতি।
বিশ্ব পথে জীবন পাতা
শুকনো তাহার ক্লেশ
ধূলার তাপে ঝলসে গিয়ে
পাইনে তাহার লেশ!
কুড়িয়ে বেড়াই ভস্ম রেনু
পাইনে নবীন পাতা
সাধ জাগিছে যখন দেখি
তোমার জীবন গাঁথা।