তবু তোমার  আসা যাওয়া
             স্বপ্নে আমার  রাত গহীনে
না কথা কও   উদাস তুমি
              নীরব হাসো  লজ্জা হীনে।

মনে ভাবি   আমার কাছে
                এলে বুঝি  সকল ফেলে
আজ পেয়েছি  যা হারিয়ে
                তা বুঝি রয়  তন্দ্রা এলে!

তোমার স্বপ্নে  আমার চলন
              সে অধিকার  পাইনা-কো
সকল পথে  কাঁটার বাঁধন
          বিছিয়ে কেন  হেলায় রাখো..?

তোমার রাতের  ঘুমের ঘোরে
                   স্বপ্ন কোণে  যেতে চাহি
গ্রহণ করো  আজকে মোরে
                  রাত্রি গেলে   তন্দ্রা নাহি।

সকল  দিনের   সংশয়েতে
              ভাবছি বসে  একলা  যবে
তোমায় আপন  করতে মোরে
               পন্থা  কী কী  ধরতে হবে..?

যোগ  উপযোগ  তন্ত্র  বিয়োগ
                মন্ত্র নিয়োগ  আমার মনে
তোমার জন্য   ঘাত  প্রতিঘাত
                   চূর্ণ বিষাদ  দহিব  রণে..?

শুধু  একটি  বার ... আমাকে
              বাক্ টুটে কি  বলতে পারো
চাইছি  আমি ... বিন্দু  শেষে
          তোমায়, প্রাণের  কাছে আরো।

যে কথা  আজ   রয়ে গেল
                গহীন  আমার  স্বপ্ন  রাতে
সে কথা শেষ  শোনার  লাগি
                   বসিয়া  রব  অপেক্ষাতে।