( হৃদয়েশ্বরী )
আমার হৃদয় মাঝে
    তোমার নূপুর বাজে
          চলতে গিয়ে ছমছমিয়ে
               ব্যাঘাত ঘটাও কাজে।

আজ রয়েছি বসে
     তোমার মোহনদোষে
         কখন তোমার নাচনতালে
                  বাজবে নূপুর রোষে!

কোন সে সুদূরদেশে
     তোমায় ভালোবেসে
          পৌঁছে গিয়ে পড়িয়ে দেব
                   পুষ্প তোমার কেশে।

তাই তো চেয়ে থাকি
     অনেকটা পথ বাকি
         কখন তুমি ডাকবে আমায়
                   নূপুর তালের পাখি।
                    
কোন সে মেঘের দলে
         বৃষ্টি ধারার জলে
             নাইছো তুমি গা ভিজিয়ে
                        বসে ধারার তলে।

আমি মেঘের পাখি
       উদাস হয়ে ডাকি
           কালো মেঘের চাদর হয়ে
                   রাখবো তোমায় ঢাকি।

আজও আমি গুনি
     তোমার নূপুর ধ্বনি
        আজকে যদি নাইবা আসো
                       খন্ড করবো চুনি।

আজকে হলাম হতাশ
         করলে তুমি নিরাশ
             নূপুর পায়ে আর এলে না
                      বাড়লো হৃদে পিয়াস..!