এ  নহে  সাফল্যের, নহে  অহমিকা
আতপ্ত  মরুভূমির   যেন  মরিচীকা....
দূর হতে  যায় দেখা  যেন ঠিক  প্রান্ত
কাছে গেলে  যায় বোঝা  সব ভুলভ্রান্ত।

কানে কানে  যায় শোনা  চিরকাল অল্পে
কিছু কথা  রবে লিখা, ইতিহাস গল্পে।

এতো বড়ো  আজিকের  সভাগৃহ  মাঝে
তারে  লাগে  চির-শূন্য  অতি তুচ্ছ বাজে।
জ্ঞান নেই, বিদ্যে নেই  যাহার ঘরে
সে নাকি  পাণ্ডিত্যে  ইতিহাস গড়ে...!

চারিদিকে  সে সেই  হতাশাতে  হারিয়ে
রহে সে  সভা-গৃহে  একাকিনী দাঁড়িয়ে।

জ্ঞানী গুণী  শত-শত  মানুষের  ভীড়ে
দৃঢ় বাসনায়  করে সে  মাথা নত ধীরে
কী আশাতে  শিরনত, করে  পদতলে
কী ভাষাতে  ধূলি নেয়, প্লাবিত  জলে...!

ঘটমানের  যে ছবি, করে ওঠে  জ্বলজ্বল
তার মনে নিভৃতে, বোধ জাগে  প্রতিপল..।