হায়রে দুখী জননী..!
ছিল তোর সুখের দিন
যেদিন গর্ভের রতনে
রেখেছিলে সযতনে
পুত্র আজি অকিঁচনে
হয়েছ তাহাতে দীন..?
বক্ষের আঁচল জুড়ে
খেলিত যে সারাবেলা
নাহি সে আজি আর
বক্ষমাঝে খেলিবার
যত আজি মনভার
চাপিয়াছে অধীর মেলা..!
স্তনের ঋণ বাহিয়া
টুটিল সে নাড়ির বাঁধন
রাত্রিদিন চক্ষুখুলে
জেগে থাকা তন্দ্রাভুলে
বসিবে না আর কূলে
জুড়িয়া তব সিংহাসন..!