তুমি সদ্যই বিকশিত
অক্ষয়ালোকের ফুটন্ত ফুল
হয়ে, আছো ফুটে রগরগে
প্রলম্বিত কুঁজ কাননে
নিগ্রোঘন তোমার অগোছালো
..... রেশমী পলকা চুল
উড়ছে বাতাসে, শোনে না কথা
.... তারা হাজার বারণে।
তোমার সৃষ্টি রূপের সৌন্দর্য
.... পুণ্যলোক ছেয়ে
যায়, আছে যারা বিশ্বব্রহ্মাণ্ডে
..... হয়ে চির কলুষ
কলুষতা করেছ তুমি হ্রাস
তাদের অঘন বেয়ে
পড়া, আভাতে অম্লান
তোমার শরীরের জৌলুষ।
হে রূপসী, রক্তশূণ্য তোমার
দুটি চোখের অঙ্গনে
খেলে বেড়ায়, টকটকে নিগূঢ়
চঞ্চলিত যুগলমণি
ছুটছে দেখো উন্মত্ত নেশায়
তোমার বক্ষ প্রাঙ্গণে
ছুঁতে চাওয়ার, ক্ষুধার্ত শশী
তারকার অক্ষজনি।
আমি ছায়ার মতো
জড়িয়ে আছি, অঙ্গে তোমার
ওগো, ঠাঁই দাও মোরে....
তোমার অকুণ্ঠলুব্ধ প্রাণে
খর্ব অভাগা দীনপ্রেমী আমি
বেশি কী চাহিব আর
চেয়ে রহিব, দিবস নিশীথে...
শুধু তোমার ওই মুখপানে।