তুমি পেয়েছিলে জীবনে আমার মতো বন্দনীয় নারী
তুমি ঋত্বিক..যথেষ্ট সাধনায় ভার ছিল তোমার অর্ঘ্যে
আমি পাষাণ হয়ে যতকাল বসে ছিলাম পাষাণ রূপে
আশৈশব থেকে যৌবনে গলিত ধারা বয়ে গেছে মনে
আজ আমি হার মেনেছি তোমার কাছে অসহিষ্ণুতায়
নব্যপ্রস্ফুটিত কুঁড়ি থেকে হয়েছি আজ পরিণত নারী।
তৃষিত বক্ষে চুম্বন করার যোগ্য তুমি ওষ্ঠের আর্দ্রতায়
হোমানলে সদাতুমি নিজেকে পুড়িয়ে করেছ নিবেদন
অর্জন করেছ স্ত্রীলোকের নীরব পূর্ণ বজ্রের হুংকার
তবুও তুমি সম্পূর্ণ নও, করতে পারনি ভিতরে প্রবেশ
অরণ্যের ক্রুরছায়ায় হারিয়ে ফেলেছ পথ সম্মোহনে
ভাঙতে পারনি এই কোমল নারীর কুপিত শিলার বুক।