আজি অভিসন্তাপের শিকার আমি, সমাজ ও
সম্প্রদায়ে আবদ্ধ হয়ে, সমাজ সংস্কারে অনিষ্ট
নিয়ম নীতির সাধুতা আমি মানি না, যেখানে
কাঁধে তুলে বয়ে নিয়ে যেতে হয় দুঃসাধ্য বোঝা
শ্মশানে, আপন হাতে সাজাতে হয়, সারা জীবনের শোক....
শরীরের মাঝে সাদা কাপড়ের ছায়া এখনো
জড়িয়ে ধরে কাঁদতে থাকে দিবানিশি,পঙ্গু করে
লুটিয়ে ফেলে মাটিতে, ধূলো উড়ে যায় আমার
নিঃশ্বাসের ঝড়ে, ক্লান্ত আমি, সাদা কাপড়ের বোঝা বয়ে....
শুধু একবার নয়, বারবার আমি ওই বহ্নিশিখার
দুঃশাসনে, নিজেকে পুড়িয়ে পুড়িয়ে করতে চাই
পাপক্ষয়,
.... এই দয়াহীন মায়াহীন শরীরে, স্বতঃস্ফূর্তে..
তবেই হবে সন্ধিতে শান্তি আমার, কেটে যাবে
সারা জীবনের..... পিতৃহীনের গায়ে জড়ানো,
সাদা কাপড়ের করুণ শোক।