আমায়  তুমি
মানুষ করো  দুধে  ভাতে জলে
কাঁচা শৈশবের
মতন করে রূপকথার একছলে।

আজকে আমি
ছন্নছাড়া....  ঘুরছি  হয়ে পথে
টেনে নিও
আমায় তুমি কোমল বক্ষ রথে।

অবুঝ তোমার
জীবন মূল্য আঁচল তলে থেকে
লাগতে দাওনি
একটু আঁচড় রেখেছিলে ঢেকে।

আজ বাহির
পথে বেড়িয়ে দেখি চিন্তারা শত
তোমার কোলে
মাথা রেখে হারিয়ে ছিলাম যত।

তোমার মতন
আজও ভালোবাসে না কেউ মোরে
দিন দিবসের
স্বাধীন ছিলাম তোমার স্নেহ ডোরে।

শৈশবের সেই
দিনের কথা ভাবতে গেলেই কাঁদে
দিনের আলোর
তরল সোনা হারিয়েছি কোন সাধে..!

নিত্যদিনের
সন্ধ্যা বেলায় সন্ধা প্রদীপ জ্বালো
দুয়ার মুখে
আঁধার ঘুচে  করলে তুমি আলো।

করলে তোমার
প্রভুর পূজা  মনের আশা লুটে
নিজের জন্য
  সর্ব ত্যাগী  গেল সবই ছুটে।

রক্ত জলে
করলে মানুষ হলাম বড়ো আজি
মনের মাঝে
সবটা জুড়ে আছে ঋণের সাজি।

তোমার গর্ভে
জন্ম দিয়ে  জীবন দিলে  তুমি
রক্ত নাড়ির
টানের আঁচে তোমার চরণ চুমি।

দিব্য জ্ঞানে
হন্যে হয়ে  দিনের শেষে  ফিরে
তুমি ছাড়া
জগৎ কালো মোছে স্নেহ ঘিরে।

মা'গো তুমি
রচক রূপে বিশ্ব আকাশ গড়ো
আমার মনে
স্নেহ ঢেলে আমায় মানুষ করো।