হেরি সেই মাধুরী রূপ,পড়নে পরিহিত
লাল পেড়ে শাড়ি,ললাটে রঞ্জিত টিকা
তোমার ঘননিগূঢ় অঙ্গরুহে পরিবেষ্টিত
সজ্জিত পুষ্প, নয়নে কাজলের রেখা
তব নিপুণ হস্তে অঙ্কিত ।।
ভুলিয়া যায় চেতন বোধ, মহানন্দে
শুধু হেরিয়া রই, লাবণ্য ভরে প্রশান্ত
বিশ্বাসে পানে তব, মোর হৃদয় দন্দে
কম্পিত চঞ্চলআঁখি ছলছল অশান্ত
প্রবাহে রহে মুগ্ধদৃষ্টিতে ।।
বিস্মিত দুটি আঁখির নীরব পাতায়
ভাসিয়া ওঠে স্বপ্ন তব,আধেক ঘুমে
প্রিয়তম, উজ্জ্বল রক্তিম বিবর্ণতায়
আধো আলো ওঠে হাসি নিরুপমে
হেরিয়া তব মাধুরী রূপ ।।
আজি অধরের প্রান্তে ঝলসিত হাসি
সারা,সেই মধুরতা জীবনের ক্লান্তসম
গিয়াছে ফুরায়ে,তবু যেন পুলক রাশি
মর্মান্ত হরষে রোমাঞ্চ অঙ্কুরি অনুপম
হাঁকিয়া কহে তুমি মাধুরী ।।